কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযুদ্ধের সংগঠক-রাজনীতিক-সিনিয়র আইনজীবী মোজাম্মেল হক খান রতনের ইন্তেকাল

 স্টাফ রিপোর্টার | ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২:১৪ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা ন্যাশানাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক, উনসত্তরের গণঅভ্যূত্থানের অন্যতম নেতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে লাশ কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার বাসভবনে নিয়ে আসার পর দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয়। জেলা আইনজীবী ভবনের সামনে মরহুমকে শেষবারের মত দেখার জন্য আইনজীবী-জনতার ঢল নামে।

সেখানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান প্রমুখসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাদ জোহর কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শোকাহত মানুষ অংশ নেন।

এ সময় মরহুমের আত্মার মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান।

প্রথম নামাজে জানাজার পর মরহুমের লাশ জেলার নিকলি উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে নিয়ে যাওয়া যায়। সেখানে বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদার পর দ্বিতীয় জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আজিজুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সহিদুল আলম শহীদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা-রাজনীতিবিদ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি। পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ-মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এবং সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান এক বিবৃতিতে বলেন, তিনি ছিলেন গণতান্ত্রিক-প্রগতিশীল রাজনীতির একনিষ্ঠ অনুসারী। জীবনভর তিনি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। গণতন্ত্রী পার্টি তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছে।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখা ও সিপিবি শ্রমিক শাখার পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃ্বৃন্দ অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর