কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে জুয়ার আসর থেকে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আটক

 মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী | ৩ মার্চ ২০২১, বুধবার, ৫:৩৬ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়া খেলার আসর থেকে মুকুল মিয়া (৩৫) নামে এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মুকুল মিয়া কটিয়াদী পৌরসভার বেথইর মহল্লার মো. লিলু মিয়ার ছেলে ও কটিয়াদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারের স্বামী।

মঙ্গলবার (২ মার্চ) রাতে পৌরসভার বেথইর মহল্লার হারুন মিয়ার বাড়ির নিকট জুয়ার আসর থেকে পুলিশ মুকুল মিয়াকে আটক করে বুধবার (৩ মার্চ) কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

জুয়া খেলার ঘটনায় কটিয়াদী মডেল থানার এসআই জিয়াদ মাহমুদ নাহিদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হচ্ছে, মুকুল মিয়া (৩৫),  হারুন মিয়া (২৭), মো. সবুজ মিয়া (৪০),  বক্কার (৪২), শরীফ (৩০) ও শামীম মিয়া (২৭)।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার (২ মার্চ) রাতে টহলরত পুলিশ পৌরসভার বেথইর গ্রামে হারুন মিয়ার বাড়ির পাশে জুয়ার আসরে হানা দিয়ে মুকুল মিয়া নামে এক জুয়াড়িকে আটক, জুয়া খেলার সামগ্রী ও ৬ হাজার ৫শ’ টাকা উদ্ধার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের ও আটক মুকুল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর