কিশোরগঞ্জের কটিয়াদীতে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সাথে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, কর্মকর্তা/কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ইমাম-পুরোহিত, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান ছাড়াও কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসরাইল মিয়া, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মইনুর রহমান মনির।
এতে উপস্থিত উপজেলার বিভিন্ন সরকারি বিভাগ/দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে নবাগত ইউএনও পরিচিত হন।
পরে ইউএনও ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।