কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

 স্টাফ রিপোর্টার | ২৪ এপ্রিল ২০২১, শনিবার, ৬:০৮ | কিশোরগঞ্জ সদর 


গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী নূরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহিনন্দ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত নেতা নূরুদ্দিন মহিনন্দ গ্রামের আফতাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় জালালপুর বাজারের সার ও বীজ ব্যবসায়ী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানান, হেফাজতের ২৮ মার্চের হরতাল ও বিএনপির ৩০ মার্চের কর্মসূচি ঘিরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ পেনাল কোডে মোট ৫টি মামলা দায়ের করা হয়।

এর মধ্যে তিনটি মামলা পুলিশের পক্ষ থেকে, একটি মামলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অপর মামলাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়।

এর মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে দায়ের করা মামলায় সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী নূরুদ্দিন সন্দিগ্ধ হওয়ায় তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে শনিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহিনন্দ গ্রামে নূরুদ্দিনের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর