কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে স্বেচ্ছাসেবী মিলনমেলা

 স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০২১, রবিবার, ১:১৪ | সংগঠন সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জে নানশ্রী ব্লাড ডোনার'স সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও কিশোরগঞ্জ জেলার সর্বপ্রথম স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুন) উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী বাজারের মঞ্জু মার্কেট চত্বরে নানশ্রী ব্লাড ডোনার'স সোসাইটির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলার এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানশ্রী ব্লাড ডোনার’স সোসাইটির প্রধান উপদেষ্টা সিয়াম ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নূরুল ইসলাম।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা শহরসহ জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকার ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসব স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে রয়েছে সিয়াম ডায়াগনস্টিক, ফ্যামেলি কেয়ার, কিশোরগঞ্জ ব্লাড ফাউন্ডেশন, তারুণ্য রক্তদাতা সংগঠন, মানবিকতায় কিশোরগঞ্জ, সেবা বিডি, নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি, নুরুসুন্নাহ দারুল উলুম কওমী মাদ্রাসা, কিশোরগঞ্জ পথে প্রান্তরে, কুলিয়ারচর ব্লাড ডোনার পরিবার, নান্দাইল উপজেলা ব্লাড ডোনেশন সোসাইটি, বাঁধন গুরুদয়াল কলেজ শাখা, এসো পাশে দাঁড়াই, উন্মুক্ত দুয়ার মানব কল্যাণ সংগঠন, ব্লাড গিফট্ ফাউন্ডেশন, গাজীপুর, নানশ্রী ক্রীড়া একাডেমি, নানশ্রী উচ্চ বিদ্যালয়, মহিনন্দ গণ পাঠাগার, প্রদীপ্ত যুব সংঘ, হিউমিনিটি অর্গানাইজেশন, গুনধর, করিমগঞ্জ এবং নূরজাহান ফাউন্ডেশন বাংলাদেশ।

এতে অন্যদের মধ্যে নানশ্রী ব্লাড ডোনার'স সোসাইটির ৬৫তম রক্তদানকারী আসাদুল হাসান, ৫০তম রক্তদানকারী প্রভাষক শেখ সাদী খোকন, ৫০তম রক্তদানকারী মুসা আহমেদ শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রক্তদান এবং মানব কল্যাণ বিষয়ে নির্দেশনামূলক ও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর