কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নরসুন্দা প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ২৭ জুন ২০২১, রবিবার, ৭:০৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ জেলা শহরের বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীকে ঘিরে নরসুন্দা প্রকল্পের নকশা অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে রোববার (২৭ জুন) মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা শহরের নরসুন্দা নদীপাড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহবায়ক শেখ সেলিম কবীর।

মানববন্ধনে অন্যদের মধ্যে যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক আবু তাহের, কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মো. আশরাফ আলী, নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্য কামরুল আহসান মুকুল, সদস্য কানন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা নরসুন্দা নদী দখলমুক্ত করা এবং নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে পুনঃখননের দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর