ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তাফা জব্বার। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে দপ্তর বণ্টনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এর আগে মঙ্গলবার মোস্তফা জব্বারসহ তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী শপথ নেন। মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া বিজয় বাংলা কিবোর্ডের উদ্ভাবক মোস্তাফা জব্বার বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের পরিচিত উদ্যোক্তা। আনন্দ প্রিন্টার্স এবং আনন্দ মুদ্রায়নের প্রতিষ্ঠাতা তিনি।
৬৮ বছর বয়সী জব্বার ২০০৭ সালের ২৬শে মার্চ ডিজিটাল বাংলাদেশের ধারণা নিয়ে একটি নিবন্ধ লেখেন। পরের বছর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার যুক্ত করা হয়।
মোস্তাফা জব্বার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি। তিনি নেত্রকোনা জেলার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুরির কৃতি সন্তান।