www.kishoreganjnews.com

৪৭ বছর ধরে প্রতিমা তৈরিই নেশা-পেশা রনজিৎ পালের



[ নূর মোহাম্মদ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার, ১২:১৮ | ফিচার ]


দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। তাই নাওয়া-খাওয়া ভুলে যাবার অবস্থা রনজিৎ পালের। প্রতিমার কারিগর রনজিত পালের ৪৭ বছরের প্রেম-ভালোবাসা, নেশা-পেশা- সবই যেনো মাটির প্রতিমাকে ঘিরে। উচ্চতর ডিগ্রী নিয়েও কি এক সম্মোহনে নিজেকে জড়িয়ে রেখেছেন প্রতিমার সাথে। সরকারি চাকরির চেষ্টা করেননি। কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে রনজিৎ পালের পরিচিত প্রতিমা তৈরির নিপূণ কারিগর হিসেবেই।

জল আর কাঁদামাটির মিশ্রনে মনের রঙ মিশিয়ে নিপূণ হাতের ছোঁয়ায় রনজিৎ পাল তৈরি করেন পূজার প্রতিমা। এ পেশাই তাকে দিয়েছে অনেকটা স্বাচ্ছন্দ্য। প্রতিমা তৈরি করে সংসার চালিয়েও উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন ছেলে-মেয়েদের।

রনজিত পাল স্বাধীনতার পর থেকে কিশোরগঞ্জে স্থায়িভাবে বসবাস করেন। বাসা শহরের বত্রিশ এলাকায়। তবে আদি নিবাস মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামে। ওই গ্রামের স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র পাল ও যোগমায়া পালের ছেলে রনজিৎ।

রনজিৎ পালের বাবা ছিলেন, সে-সময়কার একজন প্রসিদ্ধ মৃৎশিল্পী। বাবার কাজে সহযোগিতা করতে করতেই এক সময় নিজের অজান্তে জড়িয়ে পড়েন এ পেশায়। শ্রীনগর ডিগ্রী কলেজ থেকে ইন্টার মিডিয়েট পাশ করার পর বিভিন্ন চাকরির সুযোগ এসেছে। কিন্তু স্বাধীন চেতা রনজিৎ পালের কাছে শিকলে বাধা জীবন ভালো লাগতোনা।

স্বাধীনতার আগে বাবার সাথে কিশোরগঞ্জের বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরি করতে আসতেন রনজিৎ। বাবার কাজে টুকটাক সহযোগিতা থেকেই এক সময মৃৎশিল্পের নেশায় মগ্ন হয়ে পড়েন তিনি। বাবার মৃত্যু হলে স্বাধীনতার পর স্থায়িভাবে আবাস গড়েন কিশোরগঞ্জে। সেই থেকে তৈরি করে চলছেন, পূজোর মূর্তি।

দুর্গাপূজা ছাড়াও হিন্দুদের সব ধরণের পূজার প্রতিমা তৈরি করেন রনজিৎ পাল। তার পাকা হাতের ছোঁয়ায় প্রতিমার গায়ে ফুটে উঠে শৈল্পিক সৌন্দর্য্য। তাইতো পূজার মওসূমে ব্যস্ত সময় পার করতে হয় তাকে। দুর্গা, কালী, স্বরস্বতী, লক্ষী, কার্তিক, গনেশ, জগদ্বাত্রী, রাধা-কৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা তৈরি করেন রনজিৎ পাল।

কিশোরগঞ্জ ছাড়াও সিলেট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা তৈরির কাজ করেন তিনি। তবে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় দুর্গাপূজার মওসূমে। এ সময় কয়েক লাখ টাকা উপার্জন করেন তিনি।

প্রতিমা শিল্পী রনজিৎ পালের তিন ছেলে, এক মেয়ে। প্রতিমা তৈরির উপার্জন সংসার চালিয়েও তিনি ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন।

বড় ছেলে রনক পাল ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীকে হিসাব রক্ষক হিসেবে কাজ করছে। দ্বিতীয় ছেলে রাজিব পাল অনার্স-মাষ্টার্স শেষ করেছেন। চাকুরি খোঁজার পাশাপাশি তিনি বাবার কাজে সহযোগিতা করছেন। তৃতীয় ছেলে তন্ময় পাল রজত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্র। একমাত্র মেয়ে সঞ্চিতা পাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

৬৭ বছর বয়েসি রনজিত পাল পেশার ক্ষেত্রে খুবই মনোযোগি। পূজার মওসূমে তার দেখা মেলা ভার। দিন-রাত সময় কাটছে প্রতিমা তৈরিতে। এ সময়টাতে বাবার সাথে সহযোগিতা করছে ছেলে রাজিব পাল। রাজিব পাল জানান, ‘ বাবা বর্তমানে ময়মনসিংহ জেলার নান্দাইলে রনজিৎ সেনের বাড়িতে প্রতিমা তৈরি করছে। ব্যক্তিগত এ মন্ডপে কাজ করছেন ৬০ হাজার টাকার চুক্তিতে।’

রাজিব পাল বলেন, ‘আমি আমার বাবাকে নিয়ে গর্বিত। বাবার পেশা ধরে রাখকে চাই। লেখাপড়া শেষ করেছি। হয়তো কোন চাকরি করব। তবে প্রতিমা গড়ার শৈল্পিক কাজটি শৌখিনভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।’

জানা গেছে, রনজিৎ পালের সহযোগি হিসেবে কাজ করতেন কিশোরগঞ্জের মন্টু দাস, নিরঞ্জন পাল, ময়মনসিংহ জেলার নান্দাইলের কৃষ্ণ পাল, সুবল পাল, অজিত পাল, করিমগঞ্জের সূর্যকান্ত পালসহ অনেকে। আজ তারাও প্রতিষ্ঠিত কারিগর। এতে গর্বিত রণজিৎ।

রনজিৎ পাল বলেন, ‘ ছোট বেলা থেকে বিভিন্ন মন্ডপে বাবাকে প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করতাম। এক সময় সৃষ্টির নেশায় পেয়ে বসে। নিজের অজান্তেই জড়িয়ে পড়ি এ শিল্পে।’

তিনি বলেন, এ পেশায় কঠোর পরিশ্রম হলেও সে অনুযায়ি পারিশ্রমিক পাওয়া যায়না। প্রতিমা তৈরির কাজ এখনও শিল্পের স্বীকৃতি পায়নি। অনেকে এ পেশাকে অবহেলার চোখে দেখে। তবে রক্তের সাথে এ পেশা মিশে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিমার সাথেই থাকতে চাই।’

প্রতিষ্ঠিত এ মৃৎশিল্পী চাননা, তার সন্তানেরা এ পেশায় আসুক। তবে যে পেশা তাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, দিয়েছে জীবন-জীবিকার সন্ধান- সেটাকে কেউ অবহেলার চোখে দেখুন তা চান না রনজিৎ পাল।



[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]



প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com