কিশোরগঞ্জের বাজিতপুরে অভি মিয়া (২৪) নামে এক যুবককে দেড় মাস শিকলে বেঁধে রেখে খাবার না দেওয়ায় মারা যাওয়ার অভিযোগ উঠেছে পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়।
উপজেলার হিলচিয়া ইউনিয়নের সরিষাপুর এলাকায় এমন অমানবিক ঘটনাটি ঘটেছে। অভি মিয়া ওই গ্রামের অহিদ মিয়ার ছেলে।
এলাকায় বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করলে শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বাজিতপুর থানার পুলিশ অভি মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসী অভিযোগ, অহিদ মিয়া একে একে ৩টি বিয়ে করেছেন। তার ছোট স্ত্রীর নির্দেশে সম্পত্তি আত্মসাতের জন্য সে এই বর্বরতা দেখিয়েছে।
তারা জানান, অভিকে হাত-পা বেঁধে রেখেছিলো তার পিতা অহিদ মিয়া। তাকে খাবারও দেয়া হতো না। এভাবে দেড় মাস নিষ্ঠুরতার শিকার হয়ে শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে অভি মারা যায়।
অভির মৃত্যুর খবর পাওয়ার পর সচেতন এলাকাবাসী তার পিতা অহিদ মিয়ার কঠোর বিচার দাবি করেন।
এ ব্যাপারে বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, অভি মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এব্যাপারে বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।