কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তিন গাঁজাসেবী বাসচালক ও সহকারীসহ চারজনের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ২১ মে ২০১৮, সোমবার, ১:২২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে তিন গাঁজাসেবী বাসচালক ও সহকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলো, মো. মিলন মিয়া(৩৫), মো. আবু হানিফ(৪০) ও মো. আলম(৪০)। রাতে শহরের গাইটাল বাসটার্মিনালে এই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় ৪০০ গ্রাম গাঁজাসহ আটকের পর এই কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতদের মধ্যে মো. মিলন মিয়া গাইটাল বাসস্ট্যান্ড সংলগ্ন ডুবাইল এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে, মো. আবু হানিফ পার্শ্ববর্তী মুকসেদপুর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলেও মো. আলম গাইটাল এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

এদিকে রাতেই মাদকবিরোধী পৃথক অভিযানে করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকা থেকে মো. শামীম (২৬) নামে এক গাঁজাসেবীকে আটকের পর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ।

দণ্ডিত গাঁজাসেবী মো. শামীম গাংগাইল গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। তাকে গাঁজা সেবনরত অবস্থায় ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর