কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তিন মাস পর নান্দাইলের কবর থেকে করিমগঞ্জের নারীর লাশ উত্তোলন

 স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০১৮, বুধবার, ১২:৫৯ | করিমগঞ্জ  


প্রতীকী ছবি।

দাফনের তিন মাস পর নান্দাইলের কবর থেকে খুর্শেদা বানু (৬০) নামে করিমগঞ্জের এক নারীর লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর ২টার দিকে নান্দাইলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার এর উপস্থিতিতে নান্দাইল পৌরসভার আঞ্জুমানে মুফিদুল ইসলাম কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

খুর্শেদা বানু করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী গ্রামের লাল মাহমুদের স্ত্রী।

পুলিশ জানায়, প্রায় ৩ মাস আগে নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের পাঁচদরিল্ল্যার দল্লী বিল থেকে অজ্ঞাতনামা মহিলা (৬০)র ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ। এ ব্যাপারে নান্দাইল মডেল থানার এসআই লিটন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করে। মামলা-নং ৫(৩)১৮।

নিয়মমাফিক আঞ্জুমানে মুফিদুল ইসলাম নান্দাইল উপজেলা শাখা আচারগাঁও মহল্লায় তাদের নিজস্ব কবরস্থানে অজ্ঞাত হিসেবে লাশটি দাফন করে।

এর কিছুদিন পর ছবি ও পোশাক দেখে লাশ শনাক্ত করে নিহত খুর্শেদা বানুর দুই ছেলে সাইফুল ইসলাম ও আজিজুল ইসলাম। পরে আদালতের নির্দেশে মঙ্গলবার লাশ উত্তোলনের পর নিহতের ছেলেরা দাফনের জন্য নিজ এলাকা মরিচখালীতে নিয়ে যান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর