বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে কিশোরগঞ্জ জেলায় নিয়োগ পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ডিসেম্বর ২০২২ এর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট আগামী ২৬-২৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি., লিখিত পরীক্ষা ০৬ মার্চ, ২০২৩ খ্রি. এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৫ মার্চ, ২০২৩ খ্রি. তারিখ নির্ধারিত ছিল।
অনিবার্য কারণবশতঃ পূর্বে নির্ধারিত পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে।
সংশোধিত সময়সূচী অনুযায়ী, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট আগামী ০৪-০৬ মার্চ, ২০২৩ অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ, ২০২৩।
এছাড়া মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আগামী ১৯ মার্চ, ২০২৩ অনুষ্ঠিত হবে।