আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আমেরিকা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ ব্যবসায়ী লুৎফুল ইমাদ বাপ্পী। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত তৌফিকুল ইসলামের বড় ছেলে।
বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার উদ্যোগে আমেরিকার ফ্লোরিডার একজন সফল ব্যবসায়ী হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে গত শুক্রবার (৩ মার্চ) আমেরিকার ওয়েস্ট পামবিচ হিল্টন হোটেলে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্লোরিডার ব্রাওয়ার্ড কান্ট্রির মেয়র ডানো হোলনেস।