কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে মাটির নীচ থেকে ছয় ড্রাম মদ উদ্ধার

 আমিনুল ইসলাম বাবুল | ৩০ মে ২০১৮, বুধবার, ৬:০৮ | তাড়াইল  


তাড়াইলে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মাটির নীচ থেকে ছয় ড্রাম মদ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদরে নান্দাইল-তাড়াইল সড়কের সুতীনদীর ব্রীজ সংলগ্ন রবিদাস বাড়িতে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী মিজানুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রবিদাস বাড়ির মাটির নীচ থেকে ছয় ড্রামে ৬০০লিটার চোলাই মদ, ড্রাম ও প্লাস্টিকের বোতলসহ মদ তৈরি ও সংরণের অন্যান্য উপকরণ জব্দ করা হয়।

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে রবিদাস বাড়ি থেকে মাদকসেবীরা ও চোলাই মদ বিক্রেতা সোনা-মতি রবিদাসসহ তার সহযোগীরা পালিয়ে যায়।

মাদকবিরোধী এই অভিযানে পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, এসআই আনিছুর আশেকীন, মো. সোহরাব, গোলাম কবীর বিশ্বাসসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অংশ নেন।

অভিযান পরিচালনার সময়ে ওসি চৌধুরী মিজানুজ্জামান সাংবাদিকদের বলেন, তাড়াইল থানাকে মাদকমুক্ত থানা হিসেবে আমরা দেখতে চাই। এজন্যে সর্বাত্মক অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি, সর্বসাধারণের সহযোগিতায় মাদক নির্মুল করা সম্ভব হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর