কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে মোট ৯০ জনের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ৭ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৯ | অপরাধ 


চলমান মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার (৭ই জুন) সকাল পর্যন্ত এই সময়ে ভ্রাম্যমাণ আদালত থেকে মোট ৯০ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ ভ্রাম্যমাণ আদালতে এসব দণ্ডাদেশ দেন।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, ৭ই জুন সকাল পর্যন্ত দণ্ডিত এই ৯০ জন মাদক অপরাধীর মধ্যে ৩৭ জন ইয়াবা এবং ৫৩ জন গাঁজা সেবনকারি ও ব্যবসায়ী।  র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে তাদের আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দেয়া দেয়।

মাদকবিরোধী এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানান সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর