কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ৯ জুন ২০১৮, শনিবার, ১১:২৪ | তাড়াইল  


তাড়াইলে বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া ও ইফতার মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহভাপতি অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞ পিপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মো. আরজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ভূঞা মোতাহার, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকী উপস্থিত ছিলেন।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার, অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী মিজানুজ্জামান, স্বাস্থ্য প্রশাসক ডা. মো. মোল্লা মতিউর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকিয়া বেগম, পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফারুখ উদ্দিন আহমেদ, আরএমও ডা. মো. বদরুল হাসান রনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেন, মো. কামরুজ্জামান মহাজন (চেয়ারম্যান সদর ইউপি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম ভূঞা, দামিহা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ভূঞা, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞা, তালজাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিঞা, বিআরডিবির চেয়ারম্যান মো. আবদুল ওয়াহেদ ভূঞা, পুলিশিং কমিটির সভাপতি একে জামান সম্রাট, রাউতি ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন তারেক,  জাওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবদুল হক ভূঞা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আবদুস সালাম, যুব লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল হক, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফ উদ্দিন কাজল ইদ্রিস, ছাত্রলীগের আহবায়ক মো. শামরুজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর