কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের রমনী মেডিকেল হলসহ তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৮:১০ | বিশেষ সংবাদ 


মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিশোরগঞ্জ শহরের রমনী মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করার দায়ে পাকুন্দিয়া উপজেলার একটি ফার্মেসিসহ দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারের জননী ফার্মেসিকে তিন হাজার টাকা ও একই বাজারের রিপন স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৭ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় কিশোরগঞ্জ শহরে এবং পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কিশোরগঞ্জ শহরের রমনী মেডিকেল হলকে ১০ হাজার টাকা, পুলেরঘাট বাজারের জননী ফার্মেসিকে তিন হাজার টাকা এবং পুলেরঘাট বাজারের রিপন স্টোরকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর