কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৫:৫৯ | করিমগঞ্জ  


করিমগঞ্জে পরিত্যক্ত গুড়ো দুধ ও অননুমোদিত রং ব্যবহার করে বেকারি পণ্য তৈরি, নকল স্যালাইন এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নিয়ামতপুর বাজার ও চামড়াবন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়।

এর মধ্যে পরিত্যক্ত গুড়ো দুধ ও অননুমোদিত রং ব্যবহার করে বেকারি পণ্য তৈরির অপরাধে নিয়ামতপুর বাজারের বন্ধু বেকারিকে ৫ হাজার টাকা, নকল স্যালাইন বিক্রির অপরাধে আবু তাহের স্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির অপরাধে চামড়াবন্দরের ফারজানা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, ভোক্তা অধিকার সংরণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে এই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর