কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


‘কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে খুবই করুণ অবস্থা’

 বিশেষ প্রতিনিধি | ২৯ জানুয়ারি ২০১৮, সোমবার, ৬:৪৮ | বিশেষ সংবাদ 


দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ কিশোরগঞ্জে এক সুধী সমাবেশে বলেছেন, ‘শিক্ষা এবং স্বাস্থ্য খাত নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত। শিক্ষা খাত মানুষ তৈরি করে। আমি শিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তাদের বলেছি, এই যে নকল হচ্ছে, তাতে মানসম্মত শিক্ষা হচ্ছে না। তাহলে আপনাদের এই পদে থেকে লাভ কি?

আজ (সোমবার) সকাল ৯টার পর আমি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে দেখি খুবই করুণ অবস্থা। কোন ডাক্তার আসেননি, টিকেট কাউন্টারেও কোন লোক নেই। সেবা প্রার্থীরা অসহায়ের মত দাঁড়িয়ে আছেন। অথচ স্বাস্থ্য খাতে জনসেবার সুযোগ সবচেয়ে বেশি।’

তিনি আরো বলেন, ‘চাকরিকে অধিকাংশই কেবল চাকরি মনে করেন। এটাকে সেবা মনে করতে হবে। আমরা জনগণের টাকায় বেতন পাই। আমাদের দায়বদ্ধতা আছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্কট সব অফিসেই আছে।’

২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে দুদক ও টিআইবির উদ্যোগে পল্লীবিদ্যুৎ, সাবরেজিস্ট্রি অফিস এবং সদর উপজেলা ভূমি অফিসের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত গণশুনানির পর মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা শিল্পকলা মিলনায়তনে ফলোআপ গণশুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুদক কমিশনার সোমবার সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউজে ‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ শীর্ষক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, ‘অনেকে চাকরিটাকে দায়িত্ব মনে না করে ক্ষমতা মনে করেন। ক্ষমতা মনে করলে সেবা দানের ক্ষেত্রে আমরা মনে করি, এটা আমার ইচ্ছা। সেবা দানকে কর্তব্য বলে মনে করি না। আর সেবা গ্রহিতারাও সেবাকে অধিকার মনে করতে পারছেন না, দয়া মনে করছেন। এরকম পরিবেশের অবসান দরকার। এর জন্য চাকরি জীবনের সূচনাতেই ক্ষমতা এবং দায়িত্বের পার্থক্যটা বুঝিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয়কে তার অধীনস্থ বিভাগগুলোকে নির্দেশনা দেয়া উচিত যেন তাদের সেবা প্রকৃয়া নিয়ে বছরে অন্তত তিনবার গণশুনানির আয়োজন করে। এই মর্মে মন্ত্রণালয়গুলোকে দুদক নির্দেশনা দিতে পারে।’

সভায় আরো বক্তব্য রাখেন দুদকের প্রতিরোধ ও গণসচেতনতা বিষয়ক পরিচালক মো. মনিরুজ্জামান, দুদক ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্তরঞ্জন রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মে. আব্দুল্লাহ আল মাসউদ, সনাক সভাপতি অধ্যাপক আব্দুর গণি, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সনাকের সাবেক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, অ্যাডভোকেট মায়া ভৌমিক, সনাক সদস্য খালেদা ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, আজিমুদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, টিআইবির এরিয়া ম্যানেজার ফজলে এলাহী, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় দুর্নীতি বিরোধী মানববন্ধন করে শোভাযাত্রা বের করা হবে। এরপর জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ফলোআপ গণশুনানি।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর