কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নির্বাচন অনুষ্ঠিত

 তাড়াইল প্রতিনিধি | ২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৭:৪৭ | তাড়াইল  


ছবি: বামে সভাপতি ও ডানে সাধারণ সম্পাদক।

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন তাড়াইল উপজেলা শাখার তিন বছর মেয়াদী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ অক্টোবর) উপজেলা কৃষি হল রুমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে তারিক বিন মতিন, সিনিয়র সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন।

উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে।

ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন তাড়াইল উপজেলা শাখার এই নির্বাচনে মোট ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী তিন জনই সমান ১৪টি ভোট পান। অন্যদিকে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী তিন জনও সমান ১২ ভোট পান।

এর মধ্যে সভাপতি পদে নির্বাচিত তারিক বিন মতিন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল হোসেন। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত শহিদুল ইসলাম এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হাফিজুর রহমান ভূঁইয়া। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোস্তাফিজুর রহমান রিপন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মেজবাহ উদ্দিন খান।

নির্বাচনে আবদুল লতিফ পাঠান প্রিজাইডিং অফিসার, মোস্তাফিজুর রহমান রিপন সহকারী প্রিজাইডিং অফিসার এবং আমিনুল ইসলাম ও কুলসুম আকতার পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর