কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে সরকারি নীতমালা উপেক্ষা করে যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

 এম.এম রুহুল আমিন, তাড়াইল | ২৫ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫০ | তাড়াইল  


তাড়াইল উপজেলা সদরসহ সাতটি ইউনিয়নের বিভিন্ন বাজারে সরকারি নীতিমালা উপক্ষো করে অবাধে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাসের সিলিন্ডার। সরকার থেকে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই যত্রতত্র ব্যবসায়ীরা চালিয়ে যাচ্ছেন রমরমা গ্যাস সিলিন্ডার ব্যবসা।

সরেজমিনে দেখা যায়, মুদি দোকান, হার্ডওয়ারী দোকান, ফাস্টফুড, কসমেটিক্স দোকান, তেল বিক্রির দোকান, ফেক্সিলোডের দোকানসহ হাইওয়ে রাস্তার কাছে, গ্রামে রাস্তার মোড়ে, ফার্মেসিতে ও থান কাপড় বিক্রি করা দোকানে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। এলপি গ্যাস সিলিন্ডারগুলো দোকানের সামনে বা ভিতরে খোলামেলা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হচ্ছে। ফলে যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা।

এছাড়া এসব দোকানগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার রাখার নিয়ম থাকলেও অধিকাংশ দোকানগুলোই তা মানছে না। আবার কোনো-কোনো দোকানে গ্যাস সিলিন্ডার থাকলেও তা বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ।

এলপি গ্যাস প্রস্তুতকারক কোম্পানীগুলো বিস্ফোরক অধিদপ্তরের সনদ নিলেও খুচরা ব্যবসায়ীরা শুধু দোকানের ট্রেড লাইসেন্স নিয়েই সিলিন্ডার বিক্রি করছেন। এর মধ্যে আবার অনেক দোকানের ট্রেড লাইসেন্সও খুঁজে পাওয়া যায়নি।

আইনের তোয়াক্কা না করেই ব্যবসায়ীরা দোকানে ও গুদামে গ্যাস সিলিন্ডার মজুদ রেখেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সাধারণ জনগণের দাবি, যত্রতত্র অবাধে গ্যাস সিলিন্ডার বিক্রির ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা লাইসেন্সবিহীন সিলিন্ডার বিক্রি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর