কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মিঠামইনের কাটখালে স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন

 স্টাফ রিপোর্টার | ৭ নভেম্বর ২০১৮, বুধবার, ১২:১০ | মিঠামইন 


মিঠামইন উপজেলার কাটখালে স্থায়ী খেলার মাঠের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কিশোর, তরুণ ও যুবকেরা। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে কাটখাল নতুন বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে এলাকার কিশোর, তরুণ ও যুবকদের পাশাপাশি ক্রীড়াপ্রেমী লোকজন অংশ নেন।

এতে সাইফুর রহমান, মো. উজ্জ্বল আহমেদ, বিজয় আহমেদ হৃদয়, মো. বিল্লাল হোসাইন, কাউসার আহমেদ প্রমুখ নেতৃত্ব দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এলাকার কিশোর, তরুণ ও যুবকদের খেলাধুলার জন্য গ্রামটিতে স্থায়ী কোন মাঠ নেই। এই কারণে তারা খেলাধুলা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এলাকার কিশোর, তরুণ ও যুবকদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে একটি স্থায়ী মাঠের খুব প্রয়োজন।

দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলনে নেমেছেন জানিয়ে বলেন, এজন্যে তারা গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণ করবেন। পরবর্তিতে মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থায়ী মাঠ চেয়ে আবেদন করবেন। স্থায়ী মাঠ না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও তারা জানান।

স্থায়ী মাঠের এই যৌক্তিক দাবির প্রতি স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের জোরালো সমর্থন রয়েছে বলেও কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর