কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সংসদ নির্বাচনের তফসিলকে ঘিরে কিশোরগঞ্জে সতর্ক অবস্থানে র‌্যাব

 স্টাফ রিপোর্টার | ৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৬:০৩ | বিশেষ সংবাদ 


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে কিশোরগঞ্জে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল থেকে কিশোরগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা টহল জোরদার করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. বিএন এম শোভন খান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে র‌্যাব মাঠে রয়েছে। এজন্যে র‌্যাবের টহল জোরদার করাসহ নজরদারি বাড়ানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের নাশকতা ও অরাজকতার মাধ্যমে কোন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, এজন্যে র‌্যাব সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর