কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিরাপদ খাদ্য দিবসে শোভাযাত্রা আলোচনা

 স্টাফ রিপোর্টার | ২ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৪:২৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তরফদার মো. আক্তার জামীল।

‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সহকারি কমিশনার সাগুফতা হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইব্রাহিম হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, অধ্যক্ষ গোলসান আরা বেগম, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন দিদার, ক্যাব সম্পাদক মনোয়ার হোসেন রনি, সহকারি অধ্যাপক সামিউল হক, ফাস্টফুড ব্যবসায়ী আজমল খান প্রমুখ।

বক্তাগণ নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে উৎপাদক ও বিপননকারী পক্ষের পাশাপাশি প্রশাসন এবং ভোক্তাদেরও সচেতন থাকার জন্য আহবান জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর