kishoreganjnews.com:কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা

ইটনা সদর ইউপি চেয়ারম্যান সোহাগ ইয়াবাসহ কিশোরগঞ্জে আটক স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ১১:৫৬ | বিশেষ সংবাদ 


ইটনা সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগকে কিশোরগঞ্জের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাত পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল পার্ক নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে সাত পিস ইয়াবা পাওয়া যায় বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত।

তিনি জানান, ইউপি চেয়ারম্যান সোহাগ ছাড়াও সেখান থেকে ইয়াবাসহ আরো দুইজনকে আটক করা হয়েছে।

ইয়াবাসহ আটক হওয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ ইটনা সদর ইউপির তিন বারের চেয়ারম্যান প্রয়াত নুরুল ইসলাম নূরুর ছেলে।

২০১৬ সালের ২০শে জুন নূরুল ইসলাম নূরুল আকস্মিক মৃত্যুর কারণে ওই বছরের ৩১শে অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে শফিকুল ইসলাম সোহাগ চেয়ারম্যান নির্বাচিত হন।
[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরসেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার, কিশোরগঞ্জ-২৩০০
মোবাইল:০ ১৮১৯ ৮৯১০৮৮
kishoreganjnews247@gmail.com
Web: www. kishoreganjnews.com
প্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম
সম্পাদক: সিম্মী আহাম্মেদ