কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


শোলাকিয়ায় সৈয়দ আশরাফের জানাজায় লাখো মানুষের ঢল

 স্টাফ রিপোর্টার | ৬ জানুয়ারি ২০১৯, রবিবার, ৩:২০ | বিশেষ সংবাদ 


আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজা কিশোরগঞ্জে সম্পন্ন হয়েছে। রোববার (৬ জানুয়ারি) দুপুর সোয়া ১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল।

দুপুর পৌনে ১টার দিকে সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী হেলিকপ্টার কিশোরগঞ্জ জেলা সদরের আলোরমেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করে। পরে দুপুর ১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সৈয়দ আশরাফের কফিনবন্দী মরদেহ নিয়ে আসা হয়। সেখানে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়।

গার্ড অব অনার শেষে পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য মাগফিরাত কামনা করে দোয়া চান সৈয়দ আশরাফের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

এছাড়া দোয়া কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

পরে ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খলিলুর রহমান এর ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণের জন্য লাশ রাখা হয় ইদগাহ মাঠেই।

সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী, এরপর একের পর এক বিভিন্ন সংগঠন ও উপস্থিত সাধারণ মানুষ ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের এই  নেতার প্রতি।

সেখান থেকে মরদেহ হেলিকপ্টারে করে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহে জানাজা শেষে বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর