কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


লরির দখলে কিশোরগঞ্জের সড়ক-মহাসড়ক, ফেব্রুয়ারি মাসেই নিহত ৬

 বিশেষ প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৫৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের সড়ক-মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে লরি নামের দানবযান। অহরহই ঘটছে দুর্ঘটনা। প্রাণহানির শিকার হচ্ছেন অনেকে। আবার অনেকেই আহত হয়ে বরণ করছেন স্থায়ী পঙ্গুত্ব। অনেকটা সিরিয়াল কিলারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দানবযান।

কিশোরগঞ্জে চলতি ফেব্রুয়ারি মাসেই লরিচাপায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। গত জানুয়ারি মাসেও বেশ কয়েকজন হতাহত হয়েছেন বেপরোয়া এই যানে। লরিতে প্রাণহানির এই তালিকায় বাদ যাচ্ছেন না শিশু থেকে বৃদ্ধ কেউই। সাম্প্রতিক সময়ে লরিতে প্রাণহানির এমন ঘটনা ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে।

সর্বশেষ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মাটিভর্তি লরির চাপায় পিষ্ট হয়ে মারা গেছেন রাজিব (২৪) মোক্তাদির মিয়া (৬০) নামে দুই সিএনজিচালিত অটোরিকশাযাত্রী। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাহিদ (২৫) নামের আরেকজন। কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে কিশোরগঞ্জ শহরতলীর সতাল এলাকার আওলাদ মাড়াই কলের মোড়ে এই দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে অটোরিকশাটিও।

এই ঘটনার আগের দিন সোমবার (১৮ ফেব্রুয়ারি) কটিয়াদীতে ইটভর্তি লরির চাপায় মাহতাব উদ্দিন মাতু (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়। সকালে নিকলী-কিশোরগঞ্জ সড়কের কটিয়াদীর বাঘপাড়া নতুনবাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি নিকলীতে মাটিভর্তি লরির চাপায় প্রাণ হারায় মো.  তৌহিদ (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্র। নিকলী উপজেলার জারইতলা-কামালপুর ডুবোসড়কে লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৌহিদ।

গত ৬ ফেব্রুয়ারি করিমগঞ্জে লরির সঙ্গে ধাক্কায় প্রাণ হারায় মো. খাইরুল ইসলাম (২৭) ও মো. ছমিন মিয়া (৩০) নামে মোটর সাইকেলের দুই আরোহী মারা গেছেন। সন্ধ্যার পর করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী করিমগঞ্জ উপজেলার মালিবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

গত ২৫ জানুয়ারি লরির নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় আবু তাহের (৭০) নামে এক রিকশাচালকের। বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-নিকলী সড়কে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড়ে ওই দুর্ঘটনাটি ঘটে।

এর আগে গত ১৮ জানুয়ারি তাড়াইলে বালুবাহী লরির চাপায় প্রাণ হারায় শফি মোয়াজ্জেম লাদেন (১৩) নামে এক মাদরাসা ছাত্র। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজলা চকপাড়া মোড়ে ওই দুর্ঘটনাটি ঘটে।

গত ১৪ জানুয়ারি বালুবাহী লরির ধাক্কায় মোটর সাইকেলে থাকা জান্নাতুল ফেরদাউস ঊর্মি (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী তরুণীর মৃত্যু হয়। সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ-হোসেনপুর মহাসড়কের সদর উপজেলার খিলপাড়ার নতুন জেলখানা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর