কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে তাড়াইলে র‌্যালি আলোচনা

 আমিনুল ইসলাম বাবুল | ১৩ মার্চ ২০১৯, বুধবার, ৪:৫৫ | তাড়াইল  


‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই শ্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার।

শোভাযাত্রায় তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ টিটু, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম উজ্জ্বল,তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাইয়ুম, সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা ফেরদৌসী, উপজেলা শিক্ষা অফিসের সহকারী ফারুখ হোসেন প্রমুখ অংশ নেন।

পরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজন উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর