কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

 স্টাফ রিপোর্টার | ১৭ মার্চ ২০১৯, রবিবার, ৭:৩২ | তাড়াইল  


‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করি রঙিন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তাড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে রোববার (১৭ মার্চ) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।

পরে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক ভূঞা মোতাহার ।

উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল এর সঞ্চালনায় ও সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. আবদুল ওয়াহেদ ভূঞা, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আবদুল হক ভূঞা, জাওয়ার ইউপি চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঞা ও আওয়ামী লীগ নেতা হাজী দিলোয়ার হোসেন ফুল মিয়া।

অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল ভূঞা, সহসভাপতি মো. সোহরাব উদ্দিন ভূঞা, কার্যকরী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক চৌধুরী, মো. আবদুর রাজ্জাক, মতিউর রহমান ভূঞা মেনু, আবু মোস্তাক ভূঞা, সদর ইউনিয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আবু তাহের ভূঞা, সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম, রাউতি ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. মোস্তাক খান, দামিহা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ মহান্ত চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর