কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৬ | বিশেষ সংবাদ 


‘জঙ্গী মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এবং ‘পুলিশই জনতা জনতাই পুলিশ’ স্লোগানে কিশোরগঞ্জ মডেল থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারে এই কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, জেলা কৃষক লীগ সভাপতি আহমেদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সাকাউদ্দিন আহাম্মদ রাজন, নারীনেত্রী বিলকিস বেগম, সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আওলাদ হোসেন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ ছাড়াও কিশোরগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশিং এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পুলিশের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

কমিউনিটি পুলিশিং সমাবেশে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর