কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শুদ্ধ জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা

 স্টাফ রিপোর্টার | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৭:৩৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জেলা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে জেলার ১৩টি উপজেলার মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ভৈরব তাতারকান্দি ব-আলী কলন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম, জেলা শহরের শোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় এবং হোসেনপুর ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে জেলা শহরের সরকারি এসভি বালিকা বিদ্যালয় প্রথম, কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দ্বিতীয় এবং হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজ তৃতীয় হয়েছে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রথম, বাজিতপুরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর