কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জীবন দিয়ে হলেও করিমগঞ্জকে মাদক ও জুয়ামুক্ত করতে চান ওসি মুজিবুর

 মাহমুদুল হাসান | ১৬ মার্চ ২০১৮, শুক্রবার, ৭:২৫ | করিমগঞ্জ  


করিমগঞ্জ থানার ওসি মো. মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে হলেও করিমগঞ্জ থানা এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আমি আমার জীবন দিয়ে হলেও করিমগঞ্জ থানাকে মাদক ও জুয়া মুক্ত করতে চাই। করিমগঞ্জ থানার কোন বৃদ্ধ মা-বাবাকে যদি সন্তান ভাত না দেয়, তাহলে আমাকে জানালে আমি আইন প্রয়োগ করে বৃদ্ধ মা-বাবার অধিকার আদায় করতে চেষ্টা করব, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরে আব্দুল মান্নান হিফজুল কোরআন মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও জামে মসজিদের উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে স্বাগত বক্তৃতায় করিমগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন,  আমি করিমগঞ্জ থানার এক মেলায় গিয়েছিলাম যেখানে হাজারো মানুষের ভীড়, কিন্ত আজকের এই মাহফিলে মেলার তুলনায় তেমন মানুষ নেই। কারণ মেলায় যায় জুয়াখোরেরা, মাহফিলে আসেন আল্লাহর প্রিয় বান্দারা।

তিনি আরো বলেন, আমি মেলার বিভিন্ন স্থান থেকে জুয়ার আড্ডা উচ্ছেদ করেছি। আমি যেন করিমগঞ্জ থানা থেকে সব ধরনের অন্যায় কাজ দূর করতে পারি, এজন্যে আমি আপনাদের সহযোগিতা চাই।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর