কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসবে বাহারি পিঠার সমাহার

 স্টাফ রিপোর্টার | ২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৯:৩০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্যভাবে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গণ। পিঠা উৎসবে অংশ নেয়া ছাত্রীরাও সাজে আবহমান বাংলার নানা সাজে।

প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক।

উৎসবে সভাপতিত্ব করেন এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর।

পিঠা উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা মোট ১০টি স্টল দেয়।

সপ্তবর্ণা পিঠা বাহার, স্বপ্নতরী পিঠা বাহার, রসনা বিলাস, পৌষ পার্বণের পিঠা ঘর, পৌষালী ইত্যাদি রকমারি নামের স্টলগুলোতে শিক্ষার্থীরা নিজেদের তৈরি মালপোয়া, তালের পিঠা, দুধ পুলি, ভাপা, চিতই, ডিম পিঠা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ, ভাপা, চিতই, মাংস পিঠা, শামুক পিঠা, সূর্যমুখী, পাকন পিঠাসহ শতাধিক রকমের বাহারি সব পিঠার পসরা সাজায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যরা এই আয়োজনে মুগ্ধ হন। শিক্ষার পাশাপাশি ক্রীড়া-সংস্কৃতিতে বিদ্যালয়ের ছাত্রীদের নজরকাড়া কৃতিত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

পিঠা উৎসব আয়োজনের ব্যাপারে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর বলেন, শিক্ষার্থীদের মাঝে গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরতে প্রতিবছর আমরা পিঠা উৎসবের আয়োজন করে আসছি। এর অংশ হিসেবে এবারও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর