কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রত্যন্ত হাওরের কোলাহানী গ্রামের ২২৫টি পরিবারে বিদ্যুতের আলো

 টিটু দাস | ২০ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৮:১৯ | মিঠামইন 


হাওর উপজেলা মিঠামইনের ঢাকী ইউনিয়নের প্রত্যন্ত কোলাহানী গ্রামের ২২৫ টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ২ টার দিকে এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে বিশেষ অতিথি ছিলেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস শাহিদ ভূইয়া, জেলা পরিষদের সদস্য ও মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মানিক, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মো. ইদ্রিছ আলী, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এমএস) আব্দুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী।

এ সময় উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর