কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

 স্টাফ রিপোর্টার | ৮ এপ্রিল ২০২০, বুধবার, ৬:২০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে মো. বিপুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়া পাড়া গ্রামের নিজবাড়িতে সে মারা যায়।

মারা যাওয়া যুবক মো. বিপুল বৈরাটিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের লোকজন বৈরাটিয়া পাড়া গ্রামে গিয়ে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে।

বিপুলের বড় ভাই বিপ্লব জানান, বিপুল দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিল। সে ইনহেলার ব্যবহার করতো।

বুধবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার আগেই কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিপুল দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের লোকজন বাড়িতে যায়। মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, সে জ্বর ও শাসকষ্ট নিয়ে মারা গেছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর