কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

 বিশেষ প্রতিনিধি | ৬ জুন ২০২০, শনিবার, ৫:৫২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বড়ভাঙ্গায় এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

১৮ কোটি টাকা ব্যয়ে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ এই কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে।

নির্মাণ কাজের উদ্বোধনের সময় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হলে অষ্টগ্রাম-বাজিতপুর-উজানচর সড়কে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ সম্ভব হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর