কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ২৫ জনের করোনা শনাক্ত, সর্বোচ্চ পাকুন্দিয়ায় ৯, মোট শনাক্ত ১৩৪২

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ২৬ জুন ২০২০, শুক্রবার, ১০:২৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সর্বশেষ শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় এক হাজার ৩৪২ জনের শরীরে ধরা পড়েছে করোনা। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৬৬ জন। মারা গেছেন ২২ জন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় সর্বোচ্চ ৯ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, ইটনা উপজেলায় ১ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

অন্যদিকে নতুন করে ২৪ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন। নতুন সুস্থ হওয়া ২৪ জনের মধ্যে করিমগঞ্জ উপজেলার ১৬ জন, ইটনা উপজেলার ৬ জন ও মিঠামইন উপজেলার ২ জন রয়েছেন।

গত ১৭ জুন জেলায় সংগৃহীত ৬৪ জনের নমুনা মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী রোগীসহ রোববার (২১ জুন), বুধবার (২৪ জুন) ও বৃহস্পতিবার (২৫ জুন) সংগৃহীত ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়।

দুইটি ল্যাবে মোট ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৩১৭ জন। শুক্রবার (২৬ জুন) নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪২ জনে।

এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ২৪ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ৫৪২ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৬ জন।

বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ২ জন করোনা পজেটিভসহ জেলায় মোট ৭৫৬ জন করোনা রোগী এবং ৫ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

এর মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনজন কোভিড-১৯ পজেটিভ রোগী ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রকাশিত ১৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে মোট ২৫ জনের পজেটিভ ও ১২৯ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন কোভিড-১৯ পজেটিভ ৪ জনের আবারো পজেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ২৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ১ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় সর্বোচ্চ ৯ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ৬ জন, ইটনা উপজেলায় ১ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

ফলে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৩৪২ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ২৬৯ জন, হোসেনপুর উপজেলার ২৮ জন, করিমগঞ্জ উপজেলায় ৯০ জন, তাড়াইল উপজেলায় ৭২ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৬৩ জন, কটিয়াদী উপজেলায় ৭০ জন, কুলিয়ারচর উপজেলায় ৯১ জন, ভৈরব উপজেলায় ৪৮৪ জন, নিকলী উপজেলায় ২২ জন, বাজিতপুর উপজেলায় ৮৮ জন, ইটনা উপজেলায় ২৬ জন, মিঠামইন উপজেলায় ৩০ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৯ জন এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে ২২ জন মৃত ব্যক্তি রয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ভৈরবের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শহীদুল হক মারা যান।

উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৪ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১০ জন, নিকলী উপজেলার ১ জন, বাজিতপুর উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর