কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৭ জুন ২০২০, শনিবার, ৭:২৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ৬২ টি মামলায় সর্বমোট ১ লাখ ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে মাস্ক ব্যবহার না করায় মোট ৩৮ টি মামলায় বিভিন্নজনকে সর্বমোট ২৯ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

কিশোরগঞ্জ জেলায় শনিবার (২৭ জুন) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা আদায় করা হয়েছে।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর ২৪ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ও ১৮৮ ধারায় এসব জরিমানা করা হয়।

এদিন শনিবার (২৭ জুন) কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ১৩টি মামলায় ২২ হাজার ৮শ’ টাকা, কটিয়াদী উপজেলায় মোট ৭টি মামলায় ১ হাজার ৪শ’ টাকা, নিকলী উপজেলায় মোট ৭টি মামলায় ৩ হাজার ৪শ’ টাকা, কুলিয়ারচর উপজেলায় মোট ১৬টি মামলায় ৬৩ হাজার টাকা, ভৈরব উপজেলায় মোট ১৫টি মামলায় ২১ হাজার টাকা এবং করিমগঞ্জ উপজেলায় মোট ৪টি মামলায় ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর