কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে নতুন ১৯ জনের করোনা, পুলিশ সদস্যের আত্মদান, মোট শনাক্ত ১৭১৭, সুস্থ ১৩৬২

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১১ জুলাই ২০২০, শনিবার, ১:০০ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে সর্বশেষ শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করে ১৯ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৭১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে আরো ৮ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ১৩৬২ জন সুস্থ হয়েছেন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজন মারা গেছেন। তিনি একজন পুলিশ সদস্য (৫১)। সম্মুখসারির এই করোনাযোদ্ধা ভৈরব হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে শুক্রবার (১০ জুলাই) বিকাল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৮ জুন তাঁর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল।

ফলে জেলায় এ পর্যন্ত মোট ৩০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন। সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৫ জন। তাদের মধ্যে ২৪ জন হাসপাতালে এবং বাকি ৩০১ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, পাকুন্দিয়া উপজেলায় ৪ জন, কুলিয়ারচর উপজেলায় ২ জন, ভৈরব উপজেলায় ৩ জন, নিকলী উপজেলায় ১ জন ও বাজিতপুর উপজেলায় সর্বোচ্চ ৭ জন রয়েছেন।

অন্যদিকে নতুন করে জেলায় ৮ জন করোনাভাইরাস মুক্ত হয়ে সুস্থ হয়েছেন।

নতুন সুস্থ হওয়া এই ৮ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ৫ জন এবং ভৈরব উপজেলার বাকি ৩ জন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রি-আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত জরুরী রোগীসহ বৃহস্পতিবার (৯ জুলাই) সংগৃহীত ৯৪ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার (৮ জুলাই) ও বৃহস্পতিবার (৯ জুলাই) সংগৃহীত ১৮ জনের নমুনা আইসিডিডিআরবি’তে পরীক্ষা করা হয়।

দুইটি ল্যাবে মোট ১১২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ১৬৯৮ জন। শুক্রবার (১০ জুলাই) নতুন করে আরো ১৯ জনের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১৭ জনে।

এদিকে জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ৮ জন সুস্থ হয়েছেন। এর আগে জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ছিল ১৩৫৪ জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬২ জন।

বর্তমানে অন্য জেলায় শনাক্তকৃত ১ জন করোনা পজেটিভসহ জেলায় মোট ৩২৬ জন করোনা রোগী এবং ৯ জন সাসপেক্টটেড/নেগেটিভ বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, প্রকাশিত ১১২ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে নতুন করে ১৯ জনের পজেটিভ ও ৯৩ জনের নেগেটিভ এসেছে।

ফলে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় মোট ১৭১৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।

উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৪০৬ জন, হোসেনপুর উপজেলার ৩৮ জন, করিমগঞ্জ উপজেলায় ১১১ জন, তাড়াইল উপজেলায় ৮০ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৮৫ জন, কটিয়াদী উপজেলায় ১০২ জন, কুলিয়ারচর উপজেলায় ১০৫ জন, ভৈরব উপজেলায় ৫৩২ জন, নিকলী উপজেলায় ৩২ জন, বাজিতপুর উপজেলায় ১৪৬ জন, ইটনা উপজেলায় ৩০ জন, মিঠামইন উপজেলায় ৩৮ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১২ জন এ পর্যন্ত করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে ৩০ জন মৃত ব্যক্তি রয়েছেন। উপজেলাওয়ারী হিসেবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ৬ জন, হোসেনপুর উপজেলার ১ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, তাড়াইল উপজেলার ১ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলার ১ জন, ভৈরব উপজেলার ১৩ জন, নিকলী উপজেলার ২ জন, বাজিতপুর উপজেলার ২ জন ও মিঠামইন উপজেলার ১ জন মৃত ব্যক্তি রয়েছেন।

সুস্থ ও মৃত ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৫ জন। উপজেলাওয়ারী হিসাবে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১০৪ জন, হোসেনপুর উপজেলার ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ১৪ জন, তাড়াইল উপজেলায় ৪ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ২৫ জন, কটিয়াদী উপজেলায় ৪১ জন, কুলিয়ারচর উপজেলায় ১৪ জন, ভৈরব উপজেলায় ৫৪ জন, নিকলী উপজেলায় ৮ জন, বাজিতপুর উপজেলায় ৪৬ জন, ইটনা উপজেলায় ২ জন, মিঠামইন উপজেলায় ২ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৮ জন বর্তমানে করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি রয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর