কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


২৯ জানুয়ারি ১৩ উপজেলার সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপনির্বাচন

 স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার, ১১:৩৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের ১৩টি উপজেলার উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯শে জানুয়ারি এসব উপজেলায় সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপনির্বাচনের ভোটগ্রহণ করা হবে। গত ৯জানুয়ারি এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপনির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন।

পৃথক গণ-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি নির্ধারণ করে নির্বাচন কমিশন সচিবালয় গত ৮ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করেছেন।

সে অনুযায়ী রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৫ই জানুয়ারি।

রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র যাছাইয়ের তারিখ ১৬ই জানুয়ারি।

রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ২৯জানুয়ারি।

যেসব সংরক্ষিত আসনে উপনির্বাচন: কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২, ৩ ও ৪নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

পাকুন্দিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২ ও ৩নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২, ৩ ও ৪নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বাজিতপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২, ৩ ও ৪নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইটনা উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২ ও ৩নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

মিঠামইন উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১ ও ২নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

অষ্টগ্রাম উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২ ও ৩নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

হোসেনপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১ ও ২নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কটিয়াদী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২ ও ৩নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তাড়াইল উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১ ও ২নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নিকলী উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১ ও ২নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ভৈরব উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১, ২ ও ৩নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কুলিয়ারচর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ১ ও ২নং আসনের মহিলা সদস্য নির্বাচনের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর