কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের তিনশ’ অসহায় পরিবারে ঈদের খুশি ছড়িয়ে দিলেন কৃষিবিদ হুমায়ুন

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০২০, শুক্রবার, ২:৪২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে তিনশ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

শুক্রবার (৩১ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য দিলারা বেগম আসমা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান প্রমুখ ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি।

অনুষ্ঠানে তিনশ’ অসহায় পরিবারের প্রত্যেককে চাল, পেয়াজ, তেল, চিনি, সেমাই ইত্যাদির একটি প্যাকেট হস্তান্তর করা হয়।

ঈদের আগের দিন এসব সামগ্রী উপহার হিসেবে পেয়ে অসহায় মানুষগুলো উচ্ছ্বসিত হন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ শুরু হওয়ার পর করোনা সংকটে অসহায় মানুষদের মাঝে নিয়মিত খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর