কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মার্কেটের দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত দেখালেন ভাষাসংগ্রামী ডা. মাজহারুল হক

 স্টাফ রিপোর্টার | ৩১ জুলাই ২০২০, শুক্রবার, ৭:৪৯ | বিশেষ সংবাদ 


পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশিষ্ট ভাষা সংগ্রামী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং কিশোরগঞ্জের বরিষ্ঠ চিকিৎসক ডা. এ. এ. মাজহারুল হক তাঁর শহরের গৌরাঙ্গ বাজারের সেগুনবাগিচা মার্কেটের এক মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন।

করোনাকালীন নাজুক অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রবীণ এই জনহিতৈষী এই মহানুভবতা দেখিয়েছেন।

মার্কেটের ব্যবসায়ীদের এক মাসের ভাড়া মওকুফের ফলে করোনাকালের এই ঈদ উদযাপনে তারা কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন।

মার্কেটের ব্যবসায়ীরা এটিকে ডা. এ. এ. মাজহারুল হক এর মানবিক এই বিষয়টিকে একটি অনন্য ঈদ উপহার হিসেবে আখ্যা দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানা গেছে, ডা. এ. এ. মাজহারুল হক এর সেগুনবাগিচা মার্কেটে ভাড়াটিয়া হিসেবে ১০ জন ব্যবসায়ী রয়েছেন। তাদের এক মাসের ভাড়া আসে অন্তত এক লাখ টাকা।

করোনা মহামারির এ সময়ে এক মাসের দোকান ভাড়া মওকুফ করে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন ডা. এ. এ. মাজহারুল হক।

ডা. এ. এ. মাজহারুল হক কিশোরগঞ্জের মানবিক-সামাজিক-বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক উদ্যোগ ‘মাজহারুন-নূর ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর