কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জাতীয় শোক দিবসে কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

 স্টাফ রিপোর্টার | ১৫ আগস্ট ২০২০, শনিবার, ১০:৫৪ | বিশেষ সংবাদ 


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে কিশোরগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্বাস্থ্যবিধি মেনে জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর