কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সৈয়দ নজরুল মেডিকেলে করোনা চিকিৎসায় দুটি হাই-ফ্লো মেশিন দিয়েছে ইউনিগ্যাস

 স্টাফ রিপোর্টার | ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৭:০৬ | বিশেষ সংবাদ 


করোনা পরিস্থিতিতে মানবসেবায় অবদান হিসেবে ইউনিটেক্স এলপি গ্যাস লি. কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন দিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন দুটি হস্তান্তর করা হয়।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর কনফারেন্স রুমে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর ডিরেক্টর (অপারেশন) মো. জোবাইদুল ইসলাম চৌধুরী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক-এর কাছে ২টি হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর করেন।

হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মো. হেলাল উদ্দীন এবং ইউনিটেক্স এলপি গ্যাস লি.-এর প্রোজেক্ট ডিরেক্টর আবদুর রহমান ও চিফ মার্কেটিং অফিসার মো. মাসুদুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় এলপিজি ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় হাই-ফ্লো হিটেড রেসপিরেটরি হিউমিডিফায়ার মেশিন সহায়ক ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ইউনিটেক্স এলপি গ্যাস লি. এর এলপিজি ব্র্যান্ড ‘ইউনিগ্যাস’ সম্প্রতি কিশোরগঞ্জে বাজারজাত শুরু হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর