কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠিত

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৫৯ | প্রবাস 


মানবতার কল্যাণে নিবেদিত কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের প্রবাসীদের সংগঠন রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

৬১ সদস্য বিশিষ্ট রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী মো. পরশ মিয়া (সাবেক ২নং ওয়ার্ড) আহ্বায়ক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সৌদি আরব প্রবাসী মো. আব্দুল মান্নান (সাবেক ৩নং ওয়ার্ড) সিনিয়র যুগ্মআহ্বায়ক এবং দুবাই প্রবাসী মো. আসাদ মিয়া (সাবেক ১ নং ওয়ার্ড) সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর আহ্বায়ক কমিটিতে মোট ২৯ জন যুগ্মআহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন, কুয়েত প্রবাসী মো. আনিসুজ্জামান নয়ন (১নং ওয়ার্ড পিরপুর), সৌদি আরব প্রবাসী মো. সুজন মিয়া (৪ নং ওয়ার্ড আগরপুর), সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রহমান সোহেল (১নং ওয়ার্ড পিরপুর), সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রহমান (১নং ওয়ার্ড পির পুর), সিংগাপুর প্রবাসী মো. জাকির হোসেন (১নং ওয়ার্ড পিরপুর), সৌদি আরব প্রবাসী মো. লিটন মিয়া (২নং ওয়ার্ড রামদী), সৌদি আরব প্রবাসী মো. মেজবাহ্ উদ্দিন (২নং ওয়ার্ড রামদী), দুবাই প্রবাসী মো. জামাল মিয়া (২নং ওয়ার্ড রামদী), সৌদি আরব প্রবাসী মো. মাসুদ মিয়া (৩নং ওয়ার্ড বরচর), ওমান প্রবাসী মো. সাদেক হাসান নিরব (৩নং ওয়ার্ড বরচর), ওমান প্রবাসী মো. কবির হোসেন (৩ নং ওয়ার্ড বরচর), কাতার প্রবাসী মো. নাজিম উদ্দীন (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), মালয়েশিয়া প্রবাসী মো. আক্তার হোসেন (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), সৌদি আরব প্রবাসী মো. ফরিদ মিয়া (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), সৌদি আরব প্রবাসী মো. মুছা মিয়া (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), সৌদি আরব প্রবাসী এস.এইস. মিল্টন (৫নং ওয়ার্ড আগরপুর), সৌদি আরব প্রবাসী মো. আল আমিন (৫নং ওয়ার্ড বড় কান্দা), ওমান প্রবাসী মো. রফিকুল ইসলাম কমল (৫নং ওয়ার্ড আগরপুর বাজার), সৌদি আরব প্রবাসী মো. সুহেল মিয়া (৫নং ওয়ার্ড আগরপুর বাজার), সৌদি আরব প্রবাসী মো. মাহবুবুর রহমান (৬নং ওয়ার্ড খালপারা), সিংগাপুর প্রবাসী মো. মাসুদ মিয়া (৭নং ওয়ার্ড তারা কান্দি), সৌদি আরব প্রবাসী মুহাম্মদ আলম (৮নং ওয়ার্ড মনোহরপুর), সৌদি আরব প্রবাসী মো. ইয়াসিন (৮নং ওয়ার্ড পুর্ব জগৎচর), সৌদি আরব প্রবাসী মো. রিয়াদ খান (৮নং ওয়ার্ড মনোহরপুর), সৌদি আরব প্রবাসী মো. মিলন মিয়া (৮নং ওয়ার্ড কলাকোপা), সৌদি আরব প্রবাসী মো. আব্দুল লতিফ (৩নং ওয়ার্ড বরচর), সাউথ আফ্রিকা প্রবাসী মো. সুমন আহমেদ (১নং ওয়ার্ড পিরপুর), ওমান প্রবাসী মো. জামাল মিয়া (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা) এবং সৌদি আরব প্রবাসী মো. রাজু আহমেদ (৩নং ওয়ার্ড বরচর)।

রামদী ইউনিয়ন মানব কল্যাণ প্রবাসী পরিষদ এর আহ্বায়ক কমিটিতে মোট ২৯ জন যুগ্মসচিব নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন, সৌদি আরব প্রবাসী মো. আল আমিন (২নং ওয়ার্ড তাতার কান্দা), মালয়েশিয়া প্রবাসী মো. মান্নান (৩নং ওয়ার্ড বরচর), সৌদি আরব প্রবাসী মো. সুমন মিয়া (৩নং ওয়ার্ড বরচর), মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুল হাকিম (৩নং ওয়ার্ড বরচর), সৌদি আরব প্রবাসী মো. নাঈম মিয়া (১নং ওয়ার্ড পিরপুর), মালয়েশিয়া প্রবাসী মো. নাঈম ইসলাম (১নং ওয়ার্ড পিরপুর), সৌদি আরব প্রবাসী মো. মুরসালিন খান (২নং ওয়ার্ড অনন্ত মনোহরপুর), মালয়েশিয়া প্রবাসী মো. কাজল মিয়া (২নং ওয়ার্ড তাতার কান্দা), সিংগাপুর প্রবাসী মো. জাকির হোসেন (১নং ওয়ার্ড পিরপুর), সৌদি আরব প্রবাসী সানি দেবনাথ (২নং ওয়ার্ড রামদী), কাতার প্রবাসী মো. ইসরাঈল (২নং ওয়ার্ড রামদী), কাতার প্রবাসী মো. কবির হোসেন (২নং ওয়ার্ড রামদী), সৌদি আরব প্রবাসী মো. জাকির হোসেন (২নং ওয়ার্ড রামদী), মালয়েশিয়া প্রবাসী মো. রতন মিয়া (২নং ওয়ার্ড), মালয়েশিয়া প্রবাসী মো. জহিরুল ইসলাম (২নং ওয়ার্ড রামদী), কাতার প্রবাসী মো. মোবারক হোসেন (২নং ওয়ার্ড রামদী), দুবাই প্রবাসী মো. শফি (৩নং ওয়ার্ড বরচর), সিংগাপুর প্রবাসী মো. হুমায়ুন কবির (৭নং ওয়ার্ড তারা কান্দি), দুবাই প্রবাসী মো. আব্দুল বাতেন (৮নং ওয়ার্ড পুর্ব জগৎচর), সৌদি আরব প্রবাসী মো. জাকির হোসেন (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), কাতার প্রবাসী মো. মুখলেস (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), সৌদি আরব প্রবাসী মো. ইদ্রিস মিয়া (৪নং ওয়ার্ড আগরপুর পুর্ব পাড়া), মালয়েশিয়া  প্রবাসী মো. বাসির মিয়া (৪নং ওয়ার্ড হারিয়া কান্দা), সৌদি আরব প্রবাসী মো. কামরুল হাসান দিদার (৫নং ওয়ার্ড আগরপুর উত্তর পাড়া), মালয়েশিয়া প্রবাসী মো. হিমেল (৫নং ওয়ার্ড আগরপুর উত্তর পাড়া), মালয়েশিয়া প্রবাসী মো. নাজিম (৯নং ওয়ার্ড মুরজাই), সৌদি আরব প্রবাসী মো. বিজয় খান (২নং ওয়ার্ড তাতার কান্দা), মালয়েশিয়া প্রবাসী মো. তানভির আহমেদ (২নং ওয়ার্ড তাতার কান্দা) এবং দুবাই প্রবাসী মো. জামাল উদ্দিন (২নং ওয়ার্ড রামদী)।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর