কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে পুলিশ সুপারের মহানুভবতায় আপ্লুত অবসরে যাওয়া তিন পুলিশ সদস্য

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ৪ অক্টোবর ২০২০, রবিবার, ৫:৩৭ | বিশেষ সংবাদ 


চাকুরী জীবন শেষে অবসরে যাওয়ার দিন অন্যরকম এক উপহার পেলেন কিশোরগঞ্জ জেলা পুলিশের তিন সদস্য এএসআই (স.) মো. নূরুল ইসলাম, কনস্টেবল মো. আবদুর রশিদ ও কনস্টেবল মো. মোশারফ হোসেন। সরকারি সুসজ্জিত গাড়িতে করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

চাকুরী জীবন শেষে বিদায় বেলায় তাদেরকে অন্যরকম এই উপহার দিয়েছেন কিশোরগঞ্জ জেলা পুলিশের সৎ, মানবিক এবং নন্দিত পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। পুলিশ সুপারের উদ্যোগে ছিল তাদের জন্য এই আয়োজন। আন্তরিক এই বিদায় লগ্নে অবসরে যাওয়া তিন পুলিশ সদস্যের চোখ তাই ছল ছল করছিল আনন্দ-অশ্রুতে।

দীর্ঘ কর্মজীবন শেষে গত শনিবার (৩ অক্টোবর) জেলা পুলিশ লাইন্স থেকে সহকর্মী আর উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নিয়ে তিন পুলিশ সদস্য এএসআই (স.) মো. নূরুল ইসলাম, কনস্টেবল মো. আবদুর রশিদ ও কনস্টেবল মো. মোশারফ হোসেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে চড়েন সুসজ্জিত গাড়িতে। পুলিশ সুপারের আন্তরিকতাপূর্ণ এই ব্যবস্থাপনায় বিদায়ী পুলিশ সদস্যদের সবার চোখ-মুখ থেকে ঠিকরে পড়ছিল আনন্দের গোলাপী আভা।

অবসরের দিন পুলিশ সুপারের উদ্যোগে সরকারি সুসজ্জিত গাড়িতে করে বাড়ি যাওয়ার এই দৃশ্য অভিভূত করে সবাইকে। স্বভাবতই পুলিশ সুপারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা পুলিশের নিম্নপদস্থরা।

বিদায়ী এএসআই (স.) মো. নুরুল ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘চাকুরী জীবনের নির্দিষ্ট মেয়াদ শেষ করে আমি অবসরে যাচ্ছি। তবে এত সম্মানের সাথে এসপি স্যার আমাদের বিদায় দিবেন, সেটা অজানা ছিলো। স্যার সত্যিই অনেক বড় মনের মানুষ, আল্লাহ্ স্যারকে ভালো রাখুক। চাকরী জীবনের প্রাপ্তির খাতাটা স্যার কানায় কানায় পূর্ণ করে দিলেন।’

এ ঘটনাটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জেলা পুলিশের কনস্টেবল মো. আব্দুল বাতেন এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘নশ্বর এই পৃথিবীতে সবই এক সময় শেষ হয়ে যায়। জন্ম থাকলে মৃত্যু, আগমন হলে তার প্রস্থান হবেই। এটা প্রকৃতির নিয়ম। নির্দিষ্ট মেয়াদ শেষ হলেই তার দ্বারপ্রান্তে হাজির হয় বিদায়ের মুহুর্ত। মানবজীবনে প্রতিটি বিদায়ই বেদনাবিঁধুর, বিদায় কখনোই আনন্দময় হয়নি আর হবেও না হয়তো কোনদিন।

আর সে চলে যাওয়া যদি বিশাল সম্মানের স্মৃতি স্বাক্ষর রাখে, চোখে গর্বের আনন্দ অশ্রু বয়ে আনে, তাহলে বিদায়ের বেদনা অনেকটা হালকা হয়ে যায়। তেমনি এক ঐতিহাসিক বিদায়ের নজির জন্ম দিলো কিশোরগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশের ইতিহাসে এটাই প্রথম, এর আগে কখনো কোন পুলিশ সদস্য এমন পরম প্রাপ্তি পুঁজি করে অবসরে বাড়িতে যেতে পারেননি।’

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বলেন, ‘আমাদের পুলিশ সুপার স্যারের তুলনা হয় না। তিনি অত্যন্ত মানবিক মানুষ, ফোর্সের বিপদে তিনি এক মুহুর্তও দেরি না করে ঝাঁপিয়ে পড়েন, কিভাবে সে বিপদ থেকে ফোর্সকে উদ্ধার করা যায়।

এমন মানুষের অধীনে চাকরি করাটা রীতিমতো ভাগ্যের ব্যাপার। তিনি কখনো ক্ষমতার দাম্ভিকতা দেখান না, একজন মাটির মত নরম মানুষ। তিনি নিজেকে জেলা পুলিশের অভিভাবক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।’

এ প্রসঙ্গে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, ‘ফোর্সের জন্য নতুন কিছু, ভালো কিছু করার বিষয়টি আমাকে প্রতিনিয়ত ভাবায়। ফোর্সের কল্যাণে নিজেকে ব্যস্ত রেখে আমি আত্মিক শান্তি পাই। পদমর্যাদায় এরা ছোট হলেও আমার সাথে এদের কোন ভেদাভেদ নেই। কারণ আমার গায়ে যেই পোষাক তাদের গায়েও সেই একই পোষাক। আমরা সবাই একই পরিবারের সদস্য। আমি জেলায় যতদিন পুলিশ সুপার হিসেবে নিযুক্ত আছি, ততদিন চেষ্টা করবো অবসর গমনকারীদের এভাবে বিদায় দিয়ে বাড়িতে পৌঁছে দেয়ার। এতে ফোর্সের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে, মনোবল চাঙা থাকবে।’

জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা হলে তারা বলেন, ‘এমন মানুষ হাজারে একটা মিলে। আল্লাহ্ পুলিশ সুপার স্যারের সুস্বাস্থ্য দান করুন, দীর্ঘায়ু দান করুন। অন্যকে যিনি সম্মানিত করেন আল্লাহও যেন এই সম্মানের হাজার গুণ বাড়িয়ে স্যারকে সম্মানিত করেন।’


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর