www.kishoreganjnews.com

ইটনায় যুবলীগের সম্মেলন প্রস্তুতি সভা জনসভায় পরিণত[ স্টাফ রিপোর্টার | ৬ অক্টোবর ২০১৭, শুক্রবার, ৮:২২ | রাজনীতি ]


শুক্রবার দুপুরে ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বড়িবাড়ি ইউনিয়ন যুবলীগের সম্মেলন প্রস্তুতি সভার। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির ইউনিয়ন যুবলীগের এই সম্মেলন প্রস্তুতি সভায় যোগদানের খবরে সভা শুরুর আগে থেকেই মানুষের ঢল নামে সভাস্থল অভিমুখে। ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারে করে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাজির হন সেখানে। তাদের মিছিল-শ্লোগানে মুখরিত হয়ে ওঠে বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ। ইউনিয়ন যুবলীগের প্রস্তুতি সভাটি পরিণত হয় এক বিশাল জনসভায়।

উপস্থিত জনতার উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তাঁর উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেজন্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

ইটনা উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

এতে অন্যদের মধ্যে জেলা যুবলীগের সিনিয়র যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল হাই, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, ইটনা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আলমগীর ফরিদ প্রমুখসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবরপ্রধান সম্পাদক: আশরাফুল ইসলাম

সম্পাদক: সিম্মী আহাম্মেদ

সেগুনবাগিচা, গৌরাঙ্গবাজার

কিশোরগঞ্জ-২৩০০

মোবাইল: +৮৮০ ১৮১৯ ৮৯১০৮৮

ইমেইল: kishoreganjnews247@gmail.com

©All rights reserve www.kishoreganjnews.com