কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


যেখানে মৌমাছির সাথে ক্ষুদে শিক্ষার্থিদের মিতালী

 খাইরুল মোমেন স্বপন, স্টাফ রিপোর্টার, নিকলী | ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার, ১০:০৯ | বিশেষ সংবাদ 


বিদ্যালয়টির দুই তলা ভবনের তিন দিকের কার্ণিশ ঘিরে ছোট বড় ৪৬টি মৌচাক। হাজার হাজার মৌমাছির গুঞ্জনে মুখরিত নিকলী উপজেলার জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি যেন মৌ খামারও। সুযোগ পেয়ে স্থানীয়রা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করছেন।

সরেজমিনে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, উঠানের রেইনট্রি ছায়ায় খেলছে শিশু শিক্ষার্থিরা। তাদের ফাঁকফোকড় দিয়ে ভোঁ ভোঁ উড়ে যাচ্ছে মৌমাছির দল। প্রচণ্ড গতিতে যেতে গিয়ে কারও গায়ে ধাক্কা লেগে মাটিতে উল্টে পড়ছে কোন কোনটি। শিক্ষার্থিদের কারও গায়ে চড়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। শিশু শিক্ষার্থিরা সে সব ঝেড়ে ফেলছে, মাড়িয়ে যাচ্ছে ভ্রুক্ষেপহীন। তিন চার শিক্ষার্থিকে দেখা গেলো আহত মৌমাছিদের বাঁচাবার খেলায় মগ্ন। মাটি থেকে কাঠি দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে আহতদের।  দলছুট এক শিশুকে দেখা গেলো হাতে বসা এক মৌমাছির সাথে গল্পে মশগুল। মৌমাছিগুলি কামড়াচ্ছে না কাউকেই।

শিক্ষকদের বসবার ঘরে বসে চা পান পর্বে প্রধান শিক্ষক কবিরুল হক দেখালেন ঘরটির দেয়ালসহ আসবাব পত্রের ওপর শতাধিক মৌমাছির উড়া বসা। জানালেন, শ্রেণি কক্ষগুলিতেও একই অবস্থা। এ এলাকার শিশুদের কাছে স্বাভাবিক ব্যপার। এখন আমাদেরও সয়ে গেছে। মাছিগুলি সচরাচর কামড়ায় না তাই কোন ব্যবস্থাও নেয়া হয়না। তিনি বিদ্যালয় ভবনটি ঘুরিয়ে দেখালেন। পূর্ব পশ্চিম লম্বা দক্ষিনমূখি দুই তলা বিদ্যালয় ভবনের সামনের দিকের কার্ণিশে, পশ্চিমের কার্ণিশে, উত্তরের কার্ণিশে আর ভবনের সামনের রেইনট্রি গাছে মিলিয়ে মোট ৪৬টি মৌচাক।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, বিদ্যালয়টির পূর্ব দিকে নদী, চারদিকের বিস্তীর্ণ জমিতে এ সময় সরিষার ক্ষেতে ফুল আসে। মৌ সংগ্রহ ও চাক বাঁধার নিরাপদ পরিবেশই বিদ্যালয়টি অধিক মৌচাকের কারণ।

স্থানীয় মধু সংগ্রহকারী হামু মিয়া জানান, মৌচাক গুলি থেকে প্রতি বছর দেড়শ থেকে ২শ’ লিটার মধু সংগ্রহ করা যেত। স্থানীয় প্রভাবশালী মহল রাতের আধাঁরে কোন রকম ভেঙ্গে নিয়ে যায়।

প্রধান শিক্ষক কবিরুল হক তিনি এ বিদ্যালয়ে নতুন এবং মধু সংগ্রহ বিষয়ক কিছু জানেননা বলে এ প্রতিনিধিকে জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর