কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে করোনার ভয়াল থাবা, একদিনে শনাক্ত ১২৫, একজন পজেটিভসহ ৪ জনের মৃত্যু

 কিশোরগঞ্জ নিউজ রিপোর্ট | ১২ জুলাই ২০২১, সোমবার, ১১:১৮ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে। ভয়াবহ এ ভাইরাস শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনেই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ পরিস্থিতিতে জেলায় নতুন করে একজন করোনায় এবং তিনজন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সোমবার (১২ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে মোট ১২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে জেলা এদিন সুস্থ হয়েছেন মোট ৩৭ জন। ফলে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিনই উদ্বেগজনক হয়ে ওঠছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাব থেকে গত ৭ জুলাই সংগৃহীত মোট ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এ রিপোর্টে মোট ৪৯৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে।

বাকি ৩১৯ জনের মধ্যে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে রোববার (১১ জুলাই) ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কটিয়াদী ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ২৪৩ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৬৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা ৮৭ জন বেড়েছে।

আগের দিন বৃহস্পতিবার রোববার (১১ জুলাই) জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ছিল ১২৬৮ জন। জেলায় বর্তমান রোগীর সংখ্যা মোট ১৩৫৫ জন।

জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া মোট ১২৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৯ জন শনাক্ত হয়েছে।

বাকি ৫৬ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, তাড়াইল উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ১১ জন, কটিয়াদী উপজেলায় ২২ জন, ভৈরব উপজেলায় ৫ জন, নিকলী উপজেলায় ২ জন, বাজিতপুর উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ২ জন শনাক্ত হয়েছে।

নতুন সুস্থ হওয়া ৩৭ জনের সবাই কিশোরগঞ্জ সদর উপজেলার।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে নতুন মারা যাওয়া ব্যক্তিও কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

ফলে কিশোরগঞ্জ সদর উপজেলার করোনা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে।

এছাড়া শনাক্ত, সুস্থ ও মৃত্যু সব সূচকেই জেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলা শীর্ষে রয়েছে।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে বর্তমানে আক্রান্ত ও সন্দেহজনক মোট ভর্তি রোগীর সংখ্যা ১৫৮ জন যাদের মধ্যে ৯ জন আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় নতুন ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১০ জন ছাড়পত্র পেয়েছেন।

হাসপাতালটিতে করোনা পজেটিভ একজন এবং তিনজন সন্দেহজনক কোভিড-১৯ রোগী মারা গেছেন।

এই সময় পর্যন্ত জেলায় মোট ৭০১৯ জন শনাক্ত, ৫৫৫২ জন সুস্থ এবং ১১২ জন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১৩৫৫ জন। তাদের মধ্যে ৭৮ জন হাসপাতাল ও ১২৭৭ জন হোম আইসোলেশনে রয়েছেন।

বর্তমানে করোনা আক্রান্ত মোট ১৩৫৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭৭২ জন, হোসেনপুর উপজেলায় ৩৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৪৭ জন, তাড়াইল উপজেলায় ৪৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ৯৪ জন, কটিয়াদী উপজেলায় ১২৬ জন, কুলিয়ারচর উপজেলায় ১৫ জন, ভৈরব উপজেলায় ১৪০ জন, নিকলী উপজেলায় ১২ জন, বাজিতপুর উপজেলায় ৩৩ জন, ইটনা উপজেলায় ২৫ জন, মিঠামইন উপজেলায় ৭ জন এবং অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১১২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১ জন, হোসেনপুর উপজেলায় ৫ জন, করিমগঞ্জ উপজেলায় ৮ জন, তাড়াইল উপজেলায় ৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ৬ জন, কুলিয়ারচর উপজেলায় ৫ জন, ভৈরব উপজেলায় ২৪ জন, নিকলী উপজেলায় ৪ জন, বাজিতপুর উপজেলায় ৮ জন, ইটনা উপজেলায় ১ জন এবং মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।

জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এরপর গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪৭৭৮ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় ১৭৯২ জন সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

অন্যদিকে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩০৭ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।

গত ২৪ ঘন্টায় কেউ দ্বিতীয় ডোজ টিকা নেননি।

কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য কিশোরগঞ্জ নিউজকে নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর