কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুক আর নেই

 স্টাফ রিপোর্টার | ১৪ জুলাই ২০২১, বুধবার, ৮:৩৩ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের ১৯৬৯-১৯৭৪ মেয়াদে সহ-সভাপতি, কটিয়াদী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ আবুল ফারুক (৯৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ ছিলেন।

সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত রোববার (১১ জুলাই) তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার আরো অবনতি হলে বুধবার (১৪ জুলাই) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ছেলেদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলা সিপিবি’র সভাপতি ও কটিয়াদীর মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বাদ জোহর মিয়াচান্দ শাহ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

নামাজে জানাজা শেষে চান্দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি শাহ আজিজুল হক, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আবদুর রহমান রুমী, জনকণ্ঠের জেলা সংবাদদাতা মাজহার মান্না প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর